নবাবগঞ্জে বিদেশী ফল ড্রাগন চাষ করে সফলতা পেয়েছেন কৃষক দেলোয়ার
মোঃ ইয়ামিন সরকার, নবাবগঞ্জ, (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বিদেশী ফল ড্রাগন বানিজ্যিকভাবে চাষ শুরু হয়েছে। উপজেলার ৭নং দাউদপুর ইউনিয়নের আখিরা গ্রামের কৃষি ফসলী মাঠে কৃষক দেলোয়ার হোসেন তার নিজস্ব জমিতে ৫ বছর ধরে পুষ্টিকর বিদেশী ফল ড্রাগন চাষ করে বাড়তি উপার্জন করছেন। বর্তমানে তার ড্রাগন ফলের জমিতে পাশাপাশি গম চাষ করেছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা আবু রেজা মোঃ আসাদুজ্জামান জানান- ফলটি অত্যন্ত পুষ্টিকর ও লাভজনক। কৃষি অধিদপ্তরের সার্বিক পরামর্শ ও সহযোগিতা নিয়েই কৃষক দেলোয়ার সফলভাবে ড্রাগন ফল চাষ করেছেন। তিনি আরো বলেন কৃষকেরা বিদেশি ফল ড্রাগন চাষে আগ্রহী হলে এ থেকে ভালো কিছু আয় করা সম্ভব তাছাড়াও ফলটি অত্যন্ত পুষ্টিকর। আমি আশা করি কৃষক ড্রাগন ফল চাষে আগ্রহী হবে এজন্য সার্বিক সহযোগিতা করবে কৃষি অধিদপ্তর।
কৃষক মোঃ দেলোয়ার হোসেন জানান, ৪০০ টাকা কেজি দরে ড্রাগন ফল বানিজ্যিকভাবে বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকেন। এবং এ ফলের চাহিদাও অনেক বেশী। আমার মনে হয় ড্রাগন ফল চাষ লাভজনক। দাউদপুর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ফাত্তাউজ্জামান জানান- দেলোয়ারের দেখে অন্যান্য কৃষকেরা ড্রাগন ফল চাষে আগ্রহী হচ্ছে।
দোমাইল গ্রামের কৃষক হেলাল মিয়া জানান- আমরা বই পুস্তকে ড্রাগন ফল পুষ্টিকর হয় তা পড়েছিলাম। এখন তা নবাবগঞ্জের দাউদপুরেই এ ফলের চাষ হচ্ছে। আরো এ ফলকে চাষে সমৃদ্ধি করতে কৃষি বিভাগ যেন প্রণোদনার মাধ্যমে উৎসাহ দেন।
« খোকসায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন হোটেল ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা আদায় (পূর্বের খবর)
(পরের খবর) বসন্ত এসে গেছে »