প্রধান মেনু

নবাবগঞ্জেে জাতীয় ভোটার দিবস পালন-২০১৯ইং 

মোঃ ইয়ামিন, সরকার, নবাবগঞ্জঃ  ভোটার হব ভোট দিব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, সারা দেশের ন্যায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় জাতীয় ভোটার দিবস’২০১৯ পালিত হয়। নবাবগঞ্জ উপজেলা নির্বাচন অফিস আয়োজনে  পহেলা মার্চ জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষ্যে উপজেলা নির্বাচন অফিস প্রাঙ্গন থেকে সকাল ১০টায় এক বণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

র‌্যালী শেষে উপজেলা মিলানায়তন সভা কক্ষে উপজেলা নির্বাচন অফিসার মোঃ আতাউল হকের  সভাপতিত্বে জাতীয় ভোটার দিবসের উপর তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ খাইরুল ইসলাম তপন, উপজেলা  কৃষি কর্মকর্তা আবু রেজা মোঃ আসাদুজ্জামান, মৎস্য  অফিসার মোঃ সামিম আহমেদ, অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার, সহকারী শিক্ষা অফিসার ওয়কিল  উদ্দিন, ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন,  গণতন্ত্র, নির্বাচন এবং ভোটাধিকার বিষয়ে জনসাধারণের বিশেষ করে তরুণদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতি বছর জাতীয়ভাবে ভোটার দিবস পালনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। একজন ব্যক্তি ভোটার হওয়ার মাধ্যমেই নিজেকে ক্ষমতাবান হিসেবে পরিচয় দিতে পারেন। উন্নত রাষ্ট্রের মর্যাদা দিতে হলে এবং রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ-সুবিধার প্রাপ্যতা নিশ্চিত করতে হলে অবশ্যই নির্বাচন কমিশন অফিসের নিয়ম অনুযায়ী সবাইকে ভোটার হতে হবে। ভোট মূল্যবান সম্পদ   তাই ভোটকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নের ধারাকে  অব্যহত রাখতে হবে।