প্রধান মেনু

নবম ওয়েজবোর্ড দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী

নবম ওয়েজবোর্ড দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
মন্ত্রী আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অভ্ নিউজপেপার প্রেস ওয়ার্কার্স প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় একথা জানান। মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. নাসির উদ্দিন আহমেদ ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।
হাসানুল হক ইনু বলেন, এ বছরের জানুয়ারি মাসের ৯ম ওয়েজবোর্ড গঠনের প্রস্তাব অনুমোদনের সাথে সাথেই বোর্ডের সভাপতিসহ ৯ সদস্যবিশিষ্ট পরিষদ গঠনের জন্য যথাযথ সংস্থাগুলোর কাছে মনোনয়ন চাওয়া হয়। এর মধ্যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অভ্ নিউজপেপার প্রেস ওয়ার্কার্স প্রতিনিধিদের নাম পাওয়া গেছে। নিউজপেপারস ওনার্স এসোসিয়েশন অভ্ বাংলাদেশ (নোয়াব) এবং বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন প্রতিনিধির নামও শীঘ্রই পাওয়া যাবে বলে আশা করছে মন্ত্রণালয়।
ইলেক্ট্রনিক গণমাধ্যমকর্মীদের বিষয়ে মন্ত্রী বলেন, রেডিও এবং টেলিভিশনে কর্মরত সাংবাদিক ও কর্মচারীদের ৯ম ওয়েজবোর্ডে অন্তর্ভুক্তির বিষয়ে নীতিগতভাবে সরকারের সিদ্ধান্ত ইতিবাচক। এজন্য আইনগত পদক্ষেপ নেয়া এবং এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রমের জন্য অংশীজনদের কাছে মতামত চাওয়া হয়েছে।
বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের সভাপতি মো. মতিউর রহমান তালুকদার ও বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অভ্ নিউজপেপার প্রেস ওয়ার্কার্স সভাপতি মো. আলমগীর হোসেন খান এসময় সংগঠনদ্বয়ের পক্ষ থেকে তথ্যমন্ত্রীর কাছে ১০দফা সংবলিত একটি স্মারকলিপি হস্তান্তর করেন।
১০ দফা দাবির মধ্যে রয়েছে, দ্রুত ৯ম ওয়েজবোর্ড গঠন, কর্মচারী-প্রেস শ্রমিকদের জন্য দুঃস্থ কল্যাণ ট্রাস্ট গঠন ও অফিস ও আবাসন ব্যবস্থা, নিউজপেপার অ্যাক্ট ১৯৭৪ পুনর্বহাল, সংবাদপত্র শিল্পের নীতিমালা প্রণয়ন ও সাংবাদিক-শ্রমিক-কর্মচারীদের সমান সুবিধা দেয়া, ছাঁটাইকৃত সাংবাদিক-শ্রমিক-কর্মচারীদের বকেয়া পাওনা পরিশোধ, ছাঁটাই বন্ধ, ট্রেড ইউনিয়ন অধিকার বাস্তবায়ন ও সকল পত্রিকায় ওয়েজবোর্ড বাস্তবায়ন।