নতুন বছরেই চ্যালেঞ্জ নিতে মাঠে নামছে টাইগাররা।
নতুন বছরে বাংলাদেশ ক্রিকেট দলের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। দেশেরবাইরেই বেশির ভাগ খেলা। দেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও জিম্বাবুইয়ে। ত্রিদেশীয় এসিরিজে বাংলাদেশকে ফেবারিট মানছেন ওপেনার তামিম ইকবাল। দেশের মাটিতে খেলা বলে বাংলাদেশই ফেবারিট। অন্য যে দুইটা দল আছে, দুদলই ভাল। শ্রীলঙ্কা ভাল দল। এ ছাড়া জিম্বাবুইয়েও তাদের দিনে ভয়ঙ্কর হতে পারে। গত দুই তিন বছরে যে রকম সিরিজ খেলেছে তাতে বাংলাদেশ দেশের মাটিতে আসলেৃ তারিখ বাংলাদেশ-জিম্বাবুইয়ের মধ্যকার ম্যাচ দিয়ে তিন জাতি ওয়ানডে সিরিজটি শুরু হবে।
এরপর এক এক করে ১৭ জানুয়ারি শ্রীলঙ্কা- জিম্বাবুইয়ে, ১৯ জানুয়ারি বাংলাদেশ-শ্রীলঙ্কা, ২১ জানুয়ারি শ্রীলঙ্কা-জিম্বাবুইয়ে, ২৩ জানুয়ারি বাংলাদেশ-জিম্বাবুইয়ে ও ২৫ জানুয়ারি শ্রীলঙ্কা-জিম্বাবুইয়ের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হবে। যে দুই দল পয়েন্ট তালিকায় শীর্ষে থাকবে ২৭ জানুয়ারি সেই দুই দল ফাইনালে লড়াই করবে। তিন জাতি সিরিজের সবকটি ম্যাচ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। দিবারাত্রিতে হবে ম্যাচ। গত বছর দেশের মাটিতে বাংলাদেশ কোন ওয়ানডে ম্যাচ খেলেনি।
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ দিয়ে ১৫ মাস পর দেশের মাটিতে ওয়ানডে খেলবে বাংলাদেশ। এ বছরটি শুরুই হচ্ছে দেশের মাটিতে খেলা দিয়ে। দেশের মাটিতেই বছরের শুরুতে ওয়ানডে খেলবে বাংলাদেশ। ২০১৬ সালের অক্টোবরের পর আবার দেশের মাটিতে ওয়ানডে খেলবে বাংলাদেশ। ২০০৯ সালে দেশের মাটিতে শ্রীলঙ্কা ও জিম্বাবুইয়ের সঙ্গে সর্বশেষ তিন জাতি সিরিজ খেলেছিল বাংলাদেশ। সেটিতে লঙ্কানদের বিপক্ষে ফাইনাল খেলেছিল। এবার জেতার আশা করছে বাংলাদেশ। শ্রীলঙ্কার কোচ এখন চন্দ্রিকা হাতুরাসিংহে। তিনি সদ্য সাবেক হওয়া বাংলাদেশ কোচ। বাংলাদেশে কাজ করা সফল কোচদের মধ্যে অন্যতম।
জিম্বাবুইয়ের কোচ এখন হিথ স্ট্রিক। তিনি ২০১৪ থেকে ২০১৬ সালের অক্টোবর পর্যন্ত বাংলাদেশ দলের বোলিং কোচ ছিলেন। তিনিও সফল কোচ। এ দুই কোচই বাংলাদেশের সাবেক কোচ। তারাই এখন বাংলাদেশের বিপক্ষে নিজ নিজ দলকে তত্ত্বাবধান করছেন। শ্রীলঙ্কায় গিয়ে গতবছর সিরিজ ড্র করেছে সাকিবরা । নতুন বছরে আরও ভাল খেলার প্রত্যাশার কথাই জানালেন ওপেনার তামিম ইকবাল। নতুন বছরে আমরা গত বছরের চেয়ে ভাল ক্রিকেট খেলার আশা ও প্রত্যাশা থাকবে।ব্যক্তিগত লক্ষ্যের কথা জানাতে গিয়ে তামিম বলেন, ২০১৭ সালটা আমার জন্য ভাল ছিল। বিশেষ করে ওয়ানডেতে। চেষ্টা থাকবে এটাকে আরও দীর্ঘ করার। সামনের সিরিজগুলোতেও একই মানসকিতা ও আত্মনিবেদন নিয়ে চেষ্টা করব আরও ভাল করতে।