নতুন বছরটা দারুণ শুরু করলেন ক্যারোলিন ওজনিয়াকি
নতুন বছরের শুরুতেই দারুণ এক জয় তুলে নিয়ে নতুন অভিযানের শুরু করেছেন ক্যারোলিন ওজনিয়াকি। গত বছরের পুরো সময়টা দারুণ কেটেছিল। ডব্লিউটিএ র্যাংকিংয়ে ৩ নম্বরে উঠে আসেন ডেনমার্কের সুন্দরী টেনিস তারকা ক্যারোলিন ওজনিয়াকি। ৭ বছর পর সেরা তিনে একসময়ের এ বিশ্বসেরা এ বছর এক নম্বরে ওঠার চেষ্টাতেই থাকবেন সেটাই স্বাভাবিক। তবে বছরের প্রথম গ্র্যান্ডস্লাম আসর অস্ট্রেলিয়ান ওপেনের আগে দীর্ঘ মৌসুম বিরতির পর কিভাবে ফেরেন সেটাই ছিল চিন্তার বিষয়।
তবে নিউজিল্যান্ডের অকল্যান্ড ক্ল্যাসিকে প্রথম রাউন্ডেই তিনি উড়িয়ে দিয়েছেন আনপ্রেডিক্টেবল মার্কিন তারকা ম্যাডিসন ব্রিঙ্গলকে। সরাসরি ৬-৩, ৬-০ সেটে তাকে বিধ্বস্ত করে উঠে গেছেন দ্বিতীয় রাউন্ডে। ডেনিশ এ স্টার ওজনিয়াকি ২৭ বছর বয়সে যেন পরিণত হয়ে উঠেছেন। ক্যারিয়ারে প্রথমবার মর্যাদার ডব্লিউটিএ ফাইনালসের শিরোপা গত বছর জেতেন ওজনিয়াকি। তবে আজ পর্যন্ত কোন গ্র্যান্ডস্লাম জিততে পারেননি তিনি। এরপরও ধারাবাহিক নৈপুণ্যে ভাস্বর থেকে ২০১০ সালে উঠেছিলেন র্যাংকিংয়ে এক নম্বরে। দীর্ঘ ৭ বছর পর আবার তার সামনে হাতছানি দিচ্ছে বিশ্বসেরা হওয়ার সুযোগ।