নতুন প্রজন্মকে মানবিক গুণাবলির অধিকারী হতে হবে — ভূমিমন্ত্রী
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, নতুন প্রজন্মের চিন্তা-চেতনা যদি আধুনিক না হয়, তাদের ভেতরে যদি মানবিকতা না থাকে, তাহলে দেশ এগুতে পারবে না। দেশকে এগিয়ে নিতে নতুন প্রজন্মকে আধুনিক চিন্তা- চেতনা ও মানবিক গুণ অর্জন করতে হবে। আজ চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে দৈনিক পূর্বকোণ আয়োজিত ‘মানবিক মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পূর্বকোণ সম্পাদক ডা. ম রমিজউদ্দিন চৌধুরী।
« মার্কিন প্রতিষ্ঠান ফাউন্ডার্স স্পেস এবং বাংলাদেশ হাইটেক পার্কের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর (পূর্বের খবর)
(পরের খবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পুনর্মিলনী অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী নিজ অবস্থান থেকে সবাইকে দেশের জন্য কাজ করতে হবে »