নতুন তথ্য কমিশনার মাসুদা ভাট্টি ও শহীদুল আলম ঝিনুক
ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট) : রাষ্ট্রপতি তথ্য অধিকার আইন, ২০০৯ এর ১৫ (১) ধারা অনুযায়ী সাংবাদিক মাসুদা ভাট্টি এবং সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ এবং মহাপরিদর্শক (নিবন্ধন) শহীদুল আলম ঝিনুক- কে ‘তথ্য কমিশনার’ হিসেবে নিয়োগ প্রদান করেছেন।
তথ্য কমিশনারদ্বয়ের পদমর্যাদা, পারিশ্রমিক, ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা সরকার কর্তৃক নির্ধারিত হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ২৪ আগস্ট ২০২৩ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
« ডাক মন্ত্রীর সাথে ফেসবুকের সাউথ এশিয়া বিষয়ক পরিচালকের সাক্ষাৎ (পূর্বের খবর)
(পরের খবর) বহুমাত্রিক প্রতিভা কাজী শাহেদ আহমেদ ছিলেন দেশের সংবাদপত্র জগতে আধুনিকতার পথিকৃত—-তথ্য ও সম্প্রচার মন্ত্রী »