প্রধান মেনু

নগরীর পুড়াপুকুর এলাকায় রজব আলীর মাজার শরীফে ভাঙ্গচুরের ঘটনা ঘটেছে

রাজশাহী নগরীর পুড়াপুকুর খড়খড়ি এলাকায় কাজী নজরুল ইসলাম কলেজের পার্শে¦ রজব আলীর মাজার শরীফে মঙ্গলবার রাত্রি ১১.৩০মিনিটের দিকে কিছু দুশকৃতীকারী ইট,পাটকেল মেরে মাজারের খাদিম শোবার ঘরের কাঁচ ভেঙ্গে দিয়ে পালিয়ে যাই।এ বিষয়ে জানতে গেলে মাজারের খাদিম মোঃহানিফ(৬২)বলেন আমি এখানে দীর্ঘ চৌত্রিশ বছর ধরে বসবাস করছি আমার সাথে কারও কখনও কথা কাটাকাটি বা ঝগড়া-বিবাদ হয়নি কারা এ কাজটি করেছে তা আমি সঠিক জানিনা।এ বিষয়ে মাজারের আরেক সদস্য ইমান আলী(৬০)জানান আমাদের শান্তিপূর্ন এ মাজারে মাঝে মধ্যে ইট মেরে তারপর এর আগে দুর থেকে আমাদের এক সদস্যকে পাথর ছুড়ে মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল এ ভাবে আমাদেরকে বখাটে কিছু ছেলে উৎপাত করে।এ বিষয়ে আমরা থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি।