নওমালায় ইউপি উপ-নির্বাচন অনুষ্ঠিত
বাউফল প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের ২নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে উপ-নির্বাচন সম্পন্ন হয়েছে। ০৩ অক্টোবর বুধবার ১১১নং বটকাজল বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় এ উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন অফিস সূত্রে জানা যায়,গত ১৩-০৭-২০১৮ নওমালা ইউনিয়নের ইউপি সদস্য আবদুল হক ওঝা মৃত্যুজনিত কারণে শুন্য হওয়া পদে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ০৩-১০-১৮ বুধবার উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
মোঃ সোহাগ মিয়া আপেল প্রতীক, মোঃ মোজাম্মেল হক(বাবুল মৃধা) তালা প্রতীক, ও মোঃ বারেক খাঁন ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করেছেন। ১১১নং বটকাজল বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ১ হাজার ৬৯২ জন ভোটারের মধ্যে ১ হাজার ৩৫৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে মোঃ সোহাগ মিয়া নির্বাচিত হয়েছেন। বিজয়ী প্রার্থী মোঃ সোহাগ মিয়া পেয়েছেন ৪ শত ৮৩ ভোট। তাঁর নিকটতম প্রার্থী মোঃ মোজাম্মেল হক (বাবুল মৃধা) পেয়েছেন ৪ শত ৪৩ ভোট ও মোঃ বারেক পেয়েছে ৪২৭ ভোট। প্রিজাইডিং অফিসার উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আরাফাত হোসেন জানান, সকাল ৮টায় নির্বাচন শুরু হয়ে ৪ টি বুথের মাধ্যমে বিকাল ৪টা পর্যন্ত ভোট নেওয়া হয়েছে। এ সময় পুরুষ ভোটার অপেক্ষা মহিলা ভোটারের উপস্থিতি ছিল বেশি। ভোটকেন্দ্রে নিরাপত্তা ও নিরপেক্ষ ভাবে ভোট প্রদানের জন্য পর্যাপ্ত পরিমান আইন শৃংখলা বাহিনী উপস্থিত ছিল।