প্রধান মেনু

দৈনিক বাংলাদেশ পত্রিকার সকল সাংবাদিকদের আই ডি কার্ড বিতরন অনুষ্ঠান

আজ “দৈনিক বাংলাদেশ” জাতীয় পত্রিকার সকল সাংবাদিকদের আই ডি কার্ড বিতরন অনুষ্ঠান হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ.কে.এম মতিউর রহমান (প্রকাশক ও সম্পাদক দৈনিক বাংলাদেশ),ডেইজী রহমান (নির্বাহী সম্পাদক দৈনিক বাংলাদেশ) ,মুহাম্মদ সাইফুর রহমান (মিরন) (সভাপতি ভাঙ্গা থানা আওয়ামীলীগ ) এবং মোঃ নুরুন্নবী  (অধ্যাপক ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ) সহ দৈনিক বাংলাদেশ  পত্রিকার সকল কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ। এ,কে,এম মতিউর রহমান এর সহমতে মুহাম্মদ  সাইফুর রহমান (মিরন),মোহাম্মাদ সাইফুর রহমান -কে আই ডি কার্ড পরিয়ে দেয়ার মাধ্যমে অনুষ্ঠান কার্য শুরু হয়।পর্যায়ক্রমে কার্ড বিতরনের পর এ.কে.এম মতিউর রহমান  তার মুল্যবান বক্তব্য দেন। তিনি তার বক্তব্যে সকল সাংবাদিকদের উদ্দেশ্যে সততা ও সাহসের সাথে কাজ করার কথা বলেন। তার বক্তব্য শেষে মূল্যবান বক্তব্য রাখেন মুহাম্মদ  সাইফুর রহমান (মিরন)। তিনি তার বক্তব্যে বলেন, সঠিক কর্ম আর সৎ উদ্দেশ্য থাকলে অবশ্যই কৃতকার্য হওয়া যায়। তাই তিনি সকল সাংবাদিকদের সততা আর সাহসের সাথে কাজ করার কথা বলেন। সমাজের সকল অজানা তথ্য সকলের সামনে তুলে ধরাই সাংবাদিকদের মূল উদ্দেশ্য। তিনি সকল সাংবাদিকদের শুভ কামনা করে তার মুল্যবান বক্তব্য শেষ করেন।