দেশে যত উন্নয়ন হয়েছে এ সরকারের আমলেই হয়েছে – মোতাহার হোসেন এমপি

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধিঃ লালমনিরহাট-১ (হাতীবান্ধা- পাটগ্রাম) আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি বলেন, দেশে যত উন্নয়ন হয়েছে এ সরকারের আমলেই হয়েছে ।এ সরকার উন্নয়নের সরকার। এ সরকার যখনেই ক্ষমতায় আসে তখনেই দেশ ও জনগনের উন্নয়নে কাজ করে। রোববার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।
ইউএনও সামিউল আমিনের সভাপতিত্বে এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, উপজেলা কৃষি কর্মকর্তা হারুনর রশিদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কর্ন্দপ নারায়ন রায়, ডাউয়াবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজ্জাকুল ইসলাম কায়েদ প্রমুখ। উল্লেখ্য, উক্ত বিতরণ অনুষ্ঠানে কৃষি বিভাগের আওতায় ৩শ’ কৃষকের মাঝে মাস কলাই, সার, বীজ ও রোপা আমন ধানের চারা, জাইকার উদ্যোগে মাধ্যমিক স্কুলে ১শ ৩৩ জোড়া বেঞ্চ ও ৩শ. ৭১টি ফ্যান ও বন বিভাগের আওতায় তালিকাভুক্ত ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ১শ’ করে গাছের চারা বিতরণ করা হয়েছে।