প্রধান মেনু

দেশের সর্বত্র সকল ক্ষেত্রে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হয়েছে -জনপ্রশাসন প্রতিমন্ত্রী

রোহিঙ্গাদের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দায়িত্বশীল, উদার ও মানবিক ভূমিকার কারণে বাংলাদেশ আজ বিশ্বসভায় এক নতুন মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক আজ যশোরের কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নে পিবিএইচ মাধ্যমিক বিদ্যালয় মাঠে তেঘরী পাকা রাস্তার মাথা হতে জামালগঞ্জ বাজার পর্যন্ত রাস্তা পাকাকরণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা নির্মাণের লক্ষ্যে অনেকটা পথ আমরা এগিয়ে গিয়েছি।

দেশের সর্বত্র সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। উন্নয়নের এ ধারাবাহিকতা ধরে রাখা অপরিহার্য। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা তথা উন্নত, সমৃদ্ধ ও একটি আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার ভিশন ২০২১ ও ভিশন ২০৪১ ঘোষণা করেছে। এই সুদূরপ্রসারী লক্ষ্য অর্জনে সরকার যেসব একাধিক মেগা প্রজেক্ট বাস্তবায়ন করছে তা কয়েক বছর পূর্বে চিন্তাও করা যায়নি। এসকল প্রকল্প বাস্তবায়িত হলে জনগণের জীবনমান বদলে যাবে।