দেব দত্তের হত্যাকারীদের কঠোর শাস্তি দেওয়া হবে: ইনু
কুষ্টিয়া প্রতিনিধিঃ জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, শিশু দেব দত্তের হত্যাকারীদের কঠোর শাস্তি দেওয়া হবে। যাতে করে এ ঘটনা আর কোথাও কেউ না ঘটাতে পারে।আজ শুক্রবার সকাল ৯টার সময় কুষ্টিয়ার মিরপুরের চিথলিয়ায় শিশু দেব দত্তের পরিবারকে সান্তনা দিতে গিয়ে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার নুর-ই-আলম সিদ্দিকী, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগাঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, কেন্দ্রীয় নেতা মহাম্মদ আব্দুল্লাহ, জেলা জাসদের সভাপতি আলহাজ্ব গোলাম মহসীন, প্রচার সম্পাদক কারশেদ আলম, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল আহমেদ, মোহম্মদ আব্দুল্লাহ, অসিত সিংহ রায়, আহাম্মদ আলি, মহম্মদ শরিফ, বছির উদ্দিন বাচ্চু, আবু হেনা কামাল মস্তফা বকুল, কারশেদ আলম, আপতাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম, আফতাব উদ্দীন, এনামুল হক বিশ্বাস, হাবিব প্রবিত্র দ্ত্ত প্রমুখ
উল্লেখ্য, গত ৯ জুন সকালে মিরপুর উপজেলার চিথলিয়া প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র দেব দত্তকে (৯) অপহরণ করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। ঘটনার ১৭ দিন পরে ২৫ জুন অপহরণ মামলার আসামি নাইমের (২০) বাড়ির শৌচাগারের পাশে গর্ত খুড়ে দেব দত্তের হাত-পা বাঁধা বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। আসামি নাইম ইতিমধ্যে ক্রসফায়ারে নিহত হয়েছে। ওই মামলার পাঁচ আসামির মধ্যে ৩জন এখনো জীবিত। তারা পলাতক রয়েছে।
« দুই বছরেও শুরু হয়নি ঝিনাইদহে সেবায়েত হত্যার বিচার (পূর্বের খবর)
(পরের খবর) সিংড়ায় ৪ নারী ও পুরুষ আটক ৫১০ পিস ইয়াবাসহ »