প্রধান মেনু

দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ বিশ্বে রোল মডেল — ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান বলেছেন, বিশ্বে অন্যতম দুর্যোগপ্রবণ দেশ হয়েও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ আজ রোল মডেল। ভৌগোলিক অবস্থান ও জলবায়ু পরিবর্তনের কারণে এ দেশের মানুষকে প্রতিনিয়ত নানা ধরণের দুর্যোগের মুখোমুখি হতে হয়। এসব দুর্যোগ মোকাবিলায় ও সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে পূর্ব প্রস্তুতির কোনো বিকল্প নেই। প্রতিমন্ত্রী আজ ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০১৯ উপলক্ষে আয়োজিত ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে সচেতনতামূলক মহড়ায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া ও প্রোক্টর অধ্যাপক মোজাফফর আহমেদ। প্রতিমন্ত্রী বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় সরকারি-বেসরকারি সংস্থার পাশাপাশি সারা দেশে প্রায় ৪৭ লাখ স্বেচ্ছাসেবক কাজ করছে। শিল্পাঞ্চলসহ সারা দেশে দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধিতে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে। গ্রামাঞ্চলে বজ্রপাত মোকাবিলায় প্রায় ৩৯ লাখ তাল গাছের চারা রোপণ করা হয়েছে এবং এ কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি বলেন, দুর্যোগ কখনো বলে কয়ে আসে না। তাই সকলের সচেতন হওয়া প্রয়োজন যাতে জানমালের ক্ষতি কম হয়।

বন্যা, নদীভাঙন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, অগ্নিকাণ্ডসহ যে কোনো দুর্যোগে পূর্ব প্রস্তুতি ও সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে আসতে প্রতিমন্ত্রী আহ্বান জানান। এর পূর্বে প্রতিমন্ত্রী ঢাকায় সিরডাপ মিলনায়তনে National Dissemination Workshop on Safe & Sustainable Cities: Human Securities, migration and well-being এর উদ্বোধন করেন। প্রতিমন্ত্রী ‘Accommodation Migration in Climate Change Adaptation–A GBM Delta Bangladesh Perspective’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন।