প্রধান মেনু

দুর্বৃত্তদের আগুনে নাসিরনগরে সরকারি প্রাথমিক বিদ্যালয়

নাসিরনগরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে রাতের আঁধারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে বিদ্যালয়ের পাশের দেওয়াল, টিনসেড ভবনে থাকা আসবাবপত্রসহ চালের টিন পুড়ে গেছে।
ঘটনাটি নিশ্চিত করেছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা উম্মে সালমা। তিনি জানান, পরিত্যক্ত পুরাতন ভবনের ভিতরে রাখা পরিত্যক্ত কিছু বেঞ্চের আসবাবপত্র পুড়ে গেছে। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে আইনী ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।
ঈদের দিন শনিবার গভীর রাতে উপজেলার গোর্কণ ইউনিয়নের জেঠাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাছির উদ্দিন জানান, শনিবার গভীর রাতে তার বিদ্যালয়ের পুরাতন পরিত্যক্ত ভবনে কে বা কারা আগুন দেয়। সংবাদ পেয়ে পাশ্ববর্তী লোকজন এসে আগুন নিভাতে সক্ষম হয়। এ বিষয়ে তিনি থানায় এজাহার দায়ের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান।