প্রধান মেনু

দুর্নীতি ও সাম্প্রদায়িকতার গ্রাস থেকে দেশকে বাঁচাতে হবে — সমাজকল্যাণমন্ত্রী

দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। কিন্তু বর্তমানে সাম্প্রদায়িকতার কালো ছায়া আমাদেরকে অন্ধকারে নিমজ্জিত করতে চাচ্ছে। সাংবাদিক কাজী সিরাজ এদেশের স্বাধীনতার জন্য আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, দুর্নীতিমুক্ত ও সাম্প্রদায়িকতামুক্ত স্বাধীন দেশ করার জন্যই। কাজী সিরাজ আমাদের ছেড়ে চলে গেছেন; কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না কাজী সিরাজ ছিলেন সারা জীবন অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন। তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছেন ও সৎ থেকেছেন। দুর্নীতি ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করতে আজকের সাংবাদিকদের কাজী সিরাজের জীবনী থেকে শেখার আছে। আজ জাতীয় প্রেসক্লাবে প্রখ্যাত সাংবাদিক, কলামিস্ট কাজী সিরাজ এর স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন।

মন্ত্রী আরো বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন কিছু রাজনৈতিক দল দেশকে অবিরাম পিছনের দিকে টেনে নিয়ে যেতে উঠে পড়ে লেগেছে। দেশের এই সময়ে সাদাকে সাদা, কালোকে কালো বলার মতো সাহসী কলম সৈনিকের খুব বেশি প্রয়োজন ছিল। তার মৃত্যুতে আমরা একজন বহুমুখী প্রতিভাবান কলম সৈনিককে হারিয়েছি। অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার, সাবেক পররাষ্ট্র সচিব সমশের মবিন চৌধুরী, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, প্রাক্তন প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত, পরিবেশবাদী নেতা আতিকুর রহমান সালু ও কাজী সিরাজের পতœী ও সাবেক এমপি শাহরিয়ার আকতার বুলু।