দুপচাঁচিয়ার তালোড়ায় নির্মিত দৃষ্টিনন্দন বঙ্গবন্ধু চত্বরটি সবার নজর কাড়ে

মুনজুর কাজী, বগুড়া প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার রেলঘুমটি এলাকায় দৃষ্টিনন্দন বঙ্গবন্ধু চত্বর নির্মাণ করা হয়েছে। তালোড়া পৌরসভার উদ্যোগে ৩০লাখ টাকা ব্যয়ে এ বঙ্গবন্ধু চত্বরের নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। ২০১৯ সালের ২৫ মার্চ তালোড়া পৌরসভার মেয়র আমিরুল ইসলাম বকুল এ নির্মাণ কাজের উদ্বোধন করেন।গত ২০১৮ সালে তালোড়া পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আমিরুল ইসলাম বকুল মেয়র নির্বাচিত হন।
মেয়র নির্বাচিত হওয়ার পর পৌর এলাকার বিভিন্ন উন্নয়নের পাশাপাশি তিনি সিদ্ধান্ত নেন পৌর এলাকার রেলঘুমটিতে ফাঁকা জায়গায় বঙ্গবন্ধু চত্বর নির্মাণ করবেন। এরই ধারাবাহিকতায় আধুনিক নকশায় দৃষ্টি নন্দন বঙ্গবন্ধু চত্বরটি নির্মাণ করেছেন। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে নির্মিত বঙ্গবন্ধু চত্বরটি শিশু-কিশোরদের অনুপ্রাণিত করবে। চলতি বছরের ১৬মার্চ বঙ্গবন্ধু চত্বরটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বগুড়া জেলা আ’লীগের নেতৃবৃন্দ।বঙ্গবন্ধু চত্বরের নকশা করেছেন পৌরসভার উপসহকারী প্রকৌশলী কাজী রবিউল ইসলাম।
তিনি জানান, মেয়র মহোদয়ের আপ্রাণ চেষ্টায় তালোড়া পৌরসভার বার্ষিক উন্নয়ন তহবিল হতে ৩০লাখ টাকা ব্যয়ে বঙ্গবন্ধু চত্বর নির্মাণ কাজটি সম্পন্ন করা হয়েছে। মেসার্স ডিকে এন্টারপ্রাইজ নামের ঠিকাদারী প্রতিষ্ঠান এটি নির্মাণ করেছেন। তালোড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর ইসলাম বলেন, তালোড়ায় বঙ্গবন্ধু চত্বর নির্মাণ কাজটি মেয়র মহোদয়ের একটি মহতী উদ্যোগ। মহান স্বাধীনতা যুদ্ধের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধুকে স্মরণ করে তাঁর নামে চত্বর নির্মাণ করায় মেয়র মহোদয়কে জানাই আন্তরিক ধন্যবাদ।
তালোড়া পৌরসভার মেয়র ও পৌর আ’লীগের সভাপতি আমিরুল ইসলাম বকুল জানান, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। তাঁকে ছাড়া বাংলাদেশের অস্তিত্ব কল্পনা করা যায় না। তাই স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্মরণে এটিনির্মাণ করেছি। এখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আধুনিক মানের একটি ছবি রয়েছে। পাশাপাশি রয়েছে জাতীয় চার নেতার ছবি। দেয়ালে রয়েছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য। যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম বঙ্গবন্ধু ও স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে জানতে অনুপ্রাণিত হবে।