দিয়া বাড়ী ঘাটে পানিতে ডুবে বি,এন কলেজ ছাত্রের করুন মৃত্যু
মোহাম্মদ মাহবুব উদ্দিন সাজ,ঢাকা: গতকাল মঙ্গলবার বেলা প্রায় ১২.৩০ ঘটিকার সময় দিয়া বাড়ী ঘাটে দুই বন্ধু বেড়াতে এসে একজন পানিতে নামে কিন্তু আর একজন পাশে দাড়িয়ে থাকে কিছুক্ষন পর প্রতিকের ডাকে কামরুল তাকিয়ে দেখে তার বন্ধু পানিতে ডুবে যাচ্ছে যদিও কামরুল সাতার জানেনা তবুও চিৎকার দিয়ে বন্ধুকে উদ্ধারের জন্য পানিতে নামে এবং বন্ধুর হাত ধরে ফেলে কিন্তু বিধিবাম বন্ধুকে ধরে রাখতে পারেনা হাত থেকে ছুটে যায় বন্ধুর হাত ।এমন সময় দূর থেকে দেখে দুইজন লোক এগিয়ে আসে কামরুল কে উদ্ধার করে কিন্তু প্রতিককে উদ্ধার করতে পারেনি ততক্ষনে প্রতিক পানিতে ডুবে যায়। পরবতীতে ফায়ার সার্ভিসের লোক এসে প্রায় দুই ঘন্টা চেষ্টার পর প্রতিকের মৃত দেহ উদ্ধার করেন।
তবে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন প্রায়ই এই ঘাটে এবং আসে পাশে লোকজন পানিতে ডুবে মারা যায় । পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় অথবা ফায়ার সার্ভিসের লোকজনের সহায়তায় মৃত দেহগুলি একদিন বা দুই দিন পর উদ্ধার হয় , যদি বেড়ীবাধের আশে পাশে ফায়ার সার্ভিস ও সির্ভিল ডিফেন্সের অফিস থাকত তবে ডুবুরি দল তাৎক্ষনিক উদ্ধার করতে পারে এবং এদের জীবন বেচেঁ যায় । যেমন আজকে টঙ্গী থেকে ডুবুরী দল আসতে প্রায় এক ঘন্টা লেগে যায় এবং ড্রাইভার সহ তারা পাঁচজন ছিলো এবং একজন পানিতে নামে এই কারনে সময়টা বেশী লেগে যায়। যদি একজনের স্থলে চার,পাঁচ জন এক সাথে অনুসন্ধানে নামতো তবে হয়তো আরো আগে পাওয়া যেতো এবং ছেলেটাকে হয়তো বাচাঁনো যেতো।