‘‘দিগন্তে’র শীতের কম্বল বিতরণ সম্পন্ন’’
নিজস্ব প্রতিনিধিঃ অসহায় শিশুদের দীর্ঘমেয়াদী শিক্ষা ও কম্পিউটার ট্রেনিং দেয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে তরুণদের সংগঠন ‘দিগন্ত’। ‘দিগন্ত’ সংগঠনটি নতুন হলেও তাদের কার্যক্রম চোখে পড়ার মতো। সর্বদা অসহায় শিশুদের পাশে থাকতে একনিষ্ঠ। কনকনে শীতে অসহায় মানুষের কষ্ট কিছুটা লাগব করার উদ্দেশ্যে মাঠে নামে ‘দিগন্তে’র’ দুরন্ত সদস্যরা। নানা রকম প্রতিকূলতা কাটিয়ে শেষ পর্যন্ত তাদের উদ্দেশ্য সাধিত হয়। সংগ্রহীত অর্থ দিয়ে প্রায় ১৪২টি কম্বল ক্রয় করা হয়। বিতরণের স্থান নির্ধারণে ‘দিগন্তে’র’ সদস্যরা ছুটে যান রাজধানীর মিরপুরের পল্লবীতে অবস্থিত বাউনিয়াবাদ কলোনিতে।
সেখানে গত ০৯/০১/২০১৮ইং তারিখে, অসহায় মানুষের তালিকা তৈরি করে টোকেন দেয়া হয় এবং ১০/০১/২০১৮ইং তারিখে, সকাল ১১টা ৩০ মিনিটে প্রায় ১১০টি কম্বল বিতরণ করে দেয়া হয়। বাকি কম্বলগুলো ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ফুটপাতের অসহায় ব্যক্তিদের মাঝে বিতরণ করা হবে বলে জানা গেছে। কম্বল বিতরণের সময় সংগঠনটির সদস্য মোঃ তৌহিদুর রহমান মোঃ সামিউর রহমান সাকিব, মোঃ ওয়াসকুরনি, ও মোঃ রায়হান চৌধুরী সহ মোট ১৮ জন সদস্য উপস্থিত ছিলেন।
অসহায় মানুষের মুখে হাসি ফোঁটাতে পেরে সব কষ্ট যেন নিমিষেই লাগব হলো। ‘তবে টাকা সংগ্রহের কাজটি ছিল বেশ কষ্টকর। মানুষ বিশ্বাস করতেই চাইত না। অবিশ্বাসটাই বেশি ছিল, এ রকমটাই জানান সংগঠনের অন্যতম সদস্য মোঃ রায়হান চৌধুরী। এ রকম কাজ করতে পেরে খুবই আনন্দিত ‘‘দিগন্তে’র’ সকল সদস্য ভবিষ্যতে আরও বেশি মানুষকে সাহায্য করার স্বপ্ন আছে।