প্রধান মেনু

দায়িত্ব পালনে চাই সকলের সহযোগিতা — তথ্য প্রতিমন্ত্রী

দায়িত্ব পালনে সকলের সহযোগিতা চেয়েছেন নবনিযুক্ত তথ্য প্রতিমন্ত্রী ডা. মোঃ মুরাদ হাসান। আজ দুপুরে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী এ কামনা ব্যক্ত করেন। তথ্যসচিব আবদুল মালেক, অতিরিক্ত সচিব মোহাম্মদ আজহারুল হক ও মোঃ মিজান-উল-আলম এবং মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘অবাধ তথ্যপ্রবাহ এবং জনগণ ও সরকারের মাঝে তথ্য আদান প্রদানের সেতুবন্ধ অক্ষুণœ রাখাসহ তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বগুলো সফলতার সাথে পালন করাই আমার মূল লক্ষ্য। আমি আশা করবো সকলে এ কাজে আমাকে সহায়তা করবেন।’ প্রথমে মন্ত্রণালয়ের বিভিন্ন দিকগুলো বিশদভাবে জেনে তারপর বিষয়ভিত্তিক প্রশ্নের জবাব দেবেন বলে সাংবাদিকদের জানান ডা. মোঃ মুরাদ হাসান । চার মাসের মধ্যে মন্ত্রণালয় পরিবর্তন বিষয়ে প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী দ্ব্যর্থহীনভাবে জানান, ‘জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন যেখানেই কাজের দায়িত্ব দেবেন, সেখানেই মেধা ও মননের সবটুকু দিয়ে পূর্ণ আন্তরিকতায় তা পালন করাই আমার ব্রত।’