দাশুড়িয়াতে মা সমাবেশ ও টিফিনবক্স বিতরণ
দাশুড়িয়াতে মা সমাবেশ ও টিফিন বক্স বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দাশুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সমাবেশের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কামরুন্নাহারের সভাপতিত্বে এ সমাবেশে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মহিদুল ইসলাম, সদস্য ও দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য আনিসুর রহমান, সদস্য সরদার রেজা, সাংবাদিক গোপাল অধিকারী ও অভিভাবক সদস্যা সানজিদা খাতুন লতা।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক রকিবুল ইসলাম রতনের পরিচালনায় সমাবেশে অভিভাবকদের বিভিন্ন বিষয়ে মতামত শোনা হয় ও ২১৭জন শিক্ষার্থীদের মাঝে টিফিনবক্স বিতরণ করা হয়। সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কামরুন্নাহার বলেন, সরকার প্রাথমিক শিক্ষার উপর গুরুত্ব দিয়েছেন। দীর্ঘক্ষণ বিদ্যালয়ে থেকে যাতে দুপুরে ঠিকমত দুপুরের খাবার খেতে পারে সেজন্য টিফিনবক্স বিতরণের ব্যবস্থা করেছেন। এসময় তিনি অভিভাবকদের মতামত শুনে আগামীতে শিক্ষার মান আরও ভাল করার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় বিদ্যালয়ের শিক্ষিকা মেহেরুন্নেছা, নাসিমা নাসরিন, মনোয়ারা, রেবেকা সুলতানা, মাসুমা খাতুন, যবনিকা ইয়াসমিন, হাবিবা বিনতে হামিদ ও রিপা খাতুন উপস্থিত ছিলেন। পরে ২০১৭ সালে সমাপনী পরীক্ষাতে জিপিএ ৫ প্রাপ্ত ১২জন শিক্ষার্থীকে পুরষ্কার দেওয়া হয়।