প্রধান মেনু

দারুস সালাম থানায় অস্ত্র উদ্ধার আটক-১

মোহাম্মদ মাহবুব উদ্দিন:গত ১৯ শে জানুয়ারী রোজ শুক্রবার আমিন বাজার ব্রিজের নিচ থেকে গোপন সংবাদের ভিত্তিতে আমিরুল রহমান আপন নামে একজনকে গ্রেফতার করেছে দারুস সালাম থানার উপ-পরিদর্শক একরামুল। তার কাছে ২ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন সহ সিলভার কালারের একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। আমিরুল রহমান আপনের বাসস্থান সাভারের গেন্ডা এলাকার টান গেন্ডায় অবস্থিত তার পিতার নাম-ইব্রাহিম হোসেন, এবং মাতার নাম -আমেনা বেগম, সে পেশাদার অস্ত্র বিক্রেতা তাকে গ্রেফতারের সময় তার দুই সহযোগী মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায়। বিশ্বস্ত সূত্রমতে জানা যায় এই পিস্তলটি বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল। উল্লেখ্য উপ-পরিদর্শক একরামুল ইতি পূর্বে আদাবর থানায় কর্মরত থাকা অবস্থায় ও তার সফলতার প্রমাণ দিয়েছেন।