দশ বিশেষ উদ্যোগ প্রধানমন্ত্রীকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে — তথ্য সচিব
তথ্য সচিব আবদুল মালেক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাজারো উদ্যোগ রয়েছে তার মধ্যে বিশেষ ১০ উদ্যোগ তাঁকে দেশ ছাপিয়ে বিদেশে মমতাময়ী মা আর উন্নয়নের মডেল প্রণেতা হিসেবে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। আজ কুয়াকাটায় প্রধানমন্ত্রীর বিশেষ ১০ উদ্যোগ বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। ১০টি বিশেষ উদ্যোগের পৃথক পৃথক ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, গরিব মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর এই সব উদ্যোগ মানুষের মধ্যে আশা জাগিয়েছে। উন্নয়নের ধারা যাতে অতীতের মতো বন্ধ হয়ে না যায় সেজন্য সতর্ক থাকতে হবে। কুয়াকাটা পৌরসভার মেয়র আঃ বারেক মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশগ্রহণ করেন রাঙ্গাবালী, বাউফল ও কলাপাড়া উপজেলা চেয়ারম্যান অধ্যাপক দেলওয়ার হোসেন, ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, আবদুল মোতালেব তালুকদার, বাউফল পৌরসভার মেয়র, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার।