প্রধান মেনু

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত-বাণিজ্যমন্ত্রী বৈঠক স্যামসাং ও এলজি পণ্য এখন বাংলাদেশে উৎপাদন হবে

ঢাকাঃ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দক্ষিণ কোরিয়ার স্যামসাং ও এলজি ইলেক্ট্রনিক কোম্পানি তাদের সকল পণ্য এখন বাংলাদেশেই উৎপাদন করবে। যৌথ উদ্যোগ (জয়েন্ট ভেঞ্চার)-এর মাধ্যমে কোম্পানি গঠন করে দক্ষিণ কোরিয়া বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে।

বাণিজ্যমন্ত্রী আজ সচিবালয়ে তাঁর কার্যালয়ে ঢাকায় দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত অন সিয়ং-ডু (অযহ ঝবড়হম-ফড়ড়)-এর সাথে মতবিনিময় করে সাংবাদিকদের এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, দক্ষিণ কোরিয়ার প্রায় ২০০ প্রতিষ্ঠান বাংলাদেশের ইপিজেডে বিনিয়োগ করেছে। আরো অনেক কোম্পানি বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। বিশেষ অর্থনৈতিক জোন দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ দেওয়া হবে। এজন্য উভয় দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করা হবে।

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বলেন, দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীগণ বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। স্যামসাং ও এলজি ইলেক্ট্রনিক  কোম্পানি জয়েন্ট ভেঞ্চারে বাংলাদেশে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।এতে করে বাংলাদেশের সাথে দক্ষিণ কোরিয়ার বাণিজ্য বাড়বে এবং বাণিজ্য ব্যবধান কমে আসবে।

দক্ষিণ কোরিয়া এ বিষয়ে বাংলাদেশকে সবধরনের সহায়তা প্রদান করবে। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শুভাশীষ বসু এসময় উপস্থিত ছিলেন।

পি আই ডি নিউজ)