প্রধান মেনু

তিন বাঙালি কন্যার ব্রিটেন জয়: প্রধানমন্ত্রীর অভিনন্দন

রিটিশ পার্লামেন্ট নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত তিন বাঙালি কন্যা রুশনারা আলী, টিউলিপ সিদ্দিক ও রূপা হক এমপি নির্বাচিত হওয়ায় তাদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার প্রধানমন্ত্রী তাদের অভিনন্দন জানান।

রুশনারা আলী বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে ও রূপা ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসন ধরে লড়েছেন। রুশনারা ২০১০ সালে প্রথম কোনো বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে ব্রিটিশ পার্লামেন্টে এমপি নির্বাচিত হয়েছিলেন।
উল্লেখ্য, ২০১৫ সালের সাধারণ নির্বাচনে লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে জয়ী হন টিউলিপ। একই আসনে জেরেমি করবিনের দল থেকে এবারো লড়েন টিউলিপ। গতবার টিউলিপ জিতেছেন মাত্র এক হাজার ১৩৮ ভোটের ব্যবধানে। তবে এবার ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি লেবার পার্টির সেসব আসনে জয় পেতে মরিয়া ছিল। কিন্তু শেষ পর্যন্ত টিউলিপই জিতলেন। এছাড়া রূপা হক ২০১৫ সালে মাত্র ২৭৪ ভোটে জয় পেলেও এবার জিতেছেন ১৩ হাজার ৮০৭ ভোটের বিশাল ব্যবধানে।