প্রধান মেনু

তিন দিনব্যাপী বিভাগীয় ডিজিটাল মেলা উদ্বোধন

রাজশাহীতে তিন দিনব্যাপী বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৭ আজ শুক্রবার সকালে উদ্বোধন করা হয়েছে। রাজশাহী কলেজ মাঠে এ মেলার উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।রাজশাহীর ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা চলবে। বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলায় রাজশাহী বিভাগের অধীনে বিভিন্ন সরকারি দফতর, সেবা খাত, তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, ই-কমার্স প্রতিষ্ঠান, টেলিকমিউনিকেশন্স প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।
( হোসেন মোঃ আশরাফুজ্জামান সাব্বির- রাজশাহী)