প্রধান মেনু

তিন জামাত নেতা গ্রেপতার

(মিলন খান)খোকসা প্রতিনিধি:
মঙ্গলবার রাত্রে কু্ষ্টিয়া জেলার খোকসা উপজেলার সরকার বিরোধী নাশোকতা গোপন বৈঠকের সময় ৩ জামাত নেতা গ্রেফতার ও ৩ টা তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলা জামাতের ভারপ্রাপ্ত আমির মোঃ আব্দুল্লাহ (৬২) উপজেলা থানা সেক্রেটারি মোঃ নজরুল ইসলাম (৩৪) ও উপজেলা দায়িত্ব প্রাপ্ত রোকন মোঃ আবুল কাশেম (৬০)। এদের বিরুদ্ধে খোকসা থানায় বিশেষ ক্ষমতা আইন ১৬/১ ও ২৫ গ ধারা মামলা হয়েছে। মামলা নং -৮ তারিখ ২১/০৩/২০১৭ ইং।

ঘটনার বিবরণে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই সিরাজুল ইসলাম জানান, গত কাল রাত সাড়ে ১১ টার সময় ধোকড়াকোল গোসাইডাঙ্গী মসজিদের পশ্চিম পাশে মেহেগুনি বাগানের মাঝে সরকার উৎখাতের জন্য নাশকতামূলক গোপন বৈঠক করছিল আসামিরা। উক্ত ঘটনার খবর পেয়ে ভবানীগঞ্জ ক্যাম্প ইনচার্ঞ্জ এ এস আই সুশান্ত কুমার বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে উক্ত স্থানে হানা দেয়। পুলিশের আসা টের পেয়ে আসামিরা অনেকে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ৩ টা তাজা ককটেল সহ হাতেনাতে ৩ জন জামাত নেতাকে গ্রফতার করে। রাতেই আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়।

এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, দির্ঘদিন আসামীদের গোয়েন্দা নজরদারির মধ্যে ছিল। সরকার উৎক্ষাতের জন্য এদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে থানায়। গত কাল গোপন বৈঠক চলাকালে ককটেল সহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে উক্ত আসামিদের, এবং বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। প্রক্রিয়া মোতাবেক এদের কে আদালতে প্রেরণ করেছি।