তিউনেশিয়ায় নৌকাডুবিতে নিহত নোয়াখালীর নাছিরের লাশ ফিরিয়ে আনার দাবী পরিবারের
গাজী রুবেল, নোয়াখালী প্রতিনিধি: সমুদ্র পথে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে তিউনেশিয়ার উপকূলে নৌকাডুতিতে নিহত নোয়াখালীর চাটখিলের নাছির উদ্দিন(২৩)কে শেষ বারের মতো দেখতে চায় স্বজনরা, মৃতদেহ ফিরিয়ে আনার দাবী পরিবারের। নিহতের পরিবার স্বজনরা জানান, ২০১৮ সালের মার্চ মাসে ইতালি যাওয়ার উদ্দেশ্যে লিবিয়া যায় নাছির। লিবিয়া থেকে নদী পথে ১০ লক্ষ টাকা দিয়ে দালালের মাধ্যমে নৌকাযোগে ইতালি যাওয়ার পথে তিউনেশিয়ার উপকূলে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে নৌকাটি ডুবে যায়।
এতে অনেকে প্রাণে রক্ষা পেলেও নাছির সহ অনেকে পানিতে ডুবে মারা যায়। নাছিরের সহ যাত্রী একই এলাকার রুবেল পরের দিন নাছিরের মৃত্যুর খবর নিশ্চিত করে। এদিকে নাছিরের গ্রামের বাড়িতে এ খবর ছড়িয়ে পড়লে তার পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে। জানাযায়, গত ১৪ বছর আগে নাছিরের পিতা অহিদ উল্লাহও সৌদি আরবে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। অর্থের অভাবে বাবার লাশ দেশে আনতে না পারায়, তাকেও দেখার ভাগ্য পরিবারের জোটেনি। তাকে সৌদি আরবেই দাফন করা হয়।
নাছিরের মৃতদেহটি শেষ বারের মতো দেখার জন্য দেশে ফিরিয়ে আনার দাবী জানান নিহতের পরিবার ও স্বাজনরা। নিহত নাছিরের গ্রামের বাড়ী নোয়াখালীর চাটখিল উপজেলার কাকড়াপাড়া গ্রামে। দুই-ভাইএক বোনের মধ্যে সবার বড় নাছির। ১৪ বছর আগে বাবার মৃত্যুর পর সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের উলুপাড়া গ্রামে নানার বাড়িতে থাকতো নাছির সহ পরিবারের সবাই। ভক্সপপ: মা, ভাই, বোন, নানা, নানী, বন্ধু ও এলাকাবাসীর।