প্রধান মেনু

তারুণ্যকে কাজে লাগিয়ে উন্নত বাংলাদেশ গড়তে হবে — বিমান ও পর্যটন মন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, তারুণ্য বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি। এই তারুণ্যকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে পারলে ২০৪১ সালের মধ্যে একটি উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব হবে। অন্যদিকে তরুণরা হতে পারে বাংলাদেশের ব্র্যান্ড এম্বাসেডর।অ্যাডভেঞ্চার ট্যুরিজমের মাধ্যমে বাংলাদেশকে বিশ্ববাসীর কাছে নতুন আঙ্গিকে তুলে ধরা সম্ভব। এটা করতে পারলে বাংলাদেশ একটি পর্যটন ডেস্টিনেশনে পরিণত হবে।

মন্ত্রী আজ সকালে রাজধানীর হাতিরঝিলে ‘ঢাকা চ্যালেঞ্জ ২০১৭’ ট্রায়াথলন ও ডুয়াথলন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ট্রায়াথলন হলো একজন প্রতিযোগী যখন পর্যায়ক্রমে সাতার, সাইক্লিং ও দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়। আর যখন একজন প্রতিযোগী প্রথমে সাইক্লিং ও পরে দৌড় প্রতিযোগিতা অংশ নেয় তখন সেটি ডুয়াথলন।

সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান আখতারুজ্জামান কবির, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্প পরিচালক মেজর জেনারেল আবু সাঈদ মোহাম্মদ মাসুদ ও ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি ফজলুর রহমান বক্তৃতা করেন।