প্রধান মেনু

তামাই বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ঐতিয্যবাহী তামাই বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,জাতীয় সংগীত, কুজকাওয়াজ,নিত্য পরিবেশন,পুরস্কার বিতরন ও বেলুন ফেস্টুন উড়ানোর মধ্যে দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বসন্তের প্রথম দিনে মনোরম পরিবেসে আব্দুস সবুর খাঁনের সঞ্চালনায় তামাই বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব সামছুল হক খাঁনের সভাপতিত্বে প্রধান  অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব এস এম গোলাম রেজা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার জনাব মোঃ খোরশেদ আলম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার জনাব নাজির উদ্দিন, অত্র প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য আলহাজ্ব আব্দুল মমিন সরকার, ভাঙ্গাবাড়ী ইউপি সদস্য শাহ আলম মন্ডল, সহযোগি সঞ্চালনায় আলহাজ্ব আব্দুল বাতেন সেখ,অনুষ্ঠান সার্বিক সঞ্চালনায় মাসহুরুল আলম তালুকদার, মোঃ আল আমিন সরকার সহ স্কুলের সকল শিক্ষক, ছাত্র-ছাত্রীদের অভিবাবকগন উপস্থিত ছিলেন।