তরুণ শিল্পীরা অমিত সম্ভাবনার অধিকারী — সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

ঢাকা, ১৫ আশ্বিন (৩০ সেপ্টেম্বর) : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ‘আমাদের তরুণ শিল্পীরা অমিত সম্ভাবনার অধিকারী, যার প্রমাণ আমরা ১৮তম এশীয় চারুকলা প্রদর্শনী বাংলাদেশ ২০১৮-এ পেয়েছি। এবার এ প্রদর্শনীতে বাংলাদেশের পাশাপাশি বিদেশি ভালো চিত্রকর্মও স্থান পেয়েছে। এর মধ্যে এদেশের তরুণ শিল্পীদের শিল্পীসত্ত্বা আমাকে বিশেষভাবে নাড়া দিয়েছে। ১৯৮১ সালে শুরু হওয়া এ দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনীটির সময়ের সঙ্গে সঙ্গে কলেবর ও শ্রীবৃদ্ধি ঘটেছে। আজ ১৮তম আসরে এসে এটি ডাল-পালা মেলেছে, শাখা- প্রশাখা সম্প্রসারণ করেছে’।
মন্ত্রী আজ রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে বাংলাদেশ শিল্পকলা একাডেমী আয়োজিত মাসব্যাপী অনুষ্ঠিত ১৮তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী বাংলাদেশ ২০১৮ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
আসাদুজ্জামান নূর বলেন, ‘আমরা নির্বানি প্রতিশ্রুতি অনুযায়ী প্রধানমন্ত্রীর নির্দেশনায় তৃণমূল পর্যায়ে সংস্কৃতি চর্চা বিকাশ ও সম্প্রসারণে কাজ করে যাচ্ছি। আমরা ইতোমধ্যে শিল্পকলা একাডেমী চত্বরে ভাস্কর্য পার্ক নির্মাণ করেছি। জাতীয় চিত্রশালা ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণের কাজ চলছে। এটি বাস্তবায়িত হলে ভবিষ্যতে দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনীর এ আয়োজনটি আরো সুন্দর ও গুছিয়ে করা সম্ভব হবে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ নাসির উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী।