প্রধান মেনু

তরুণ প্রজন্মকে আধুনিক সমাজ বিনির্মাণে এগিয়ে আসতে হবে — স্পিকার

ঢাকা, ৬ মাঘ (১৯ জানুয়ারি) : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, তরুণ প্রজন্ম আমাদের দেশের সম্পদ–তাদেরকে সঠিকভাবে গড়ে তুলতে পরিচর্যা ও উদ্বুদ্ধ করতে হবে। তাদের সম্ভাবনাকে ইতিবাচক পরিবর্তনে কাজে লাগাতে হবে। তিনি বলেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ গঠনে, সমতার ভিত্তিতে সম্পদ বণ্টন ও বৈষম্য নিরসনে সকলে একযোগে কাজ করে গেলে সমাজে অন্তর্ভুক্তিমূলক সমতা প্রতিষ্ঠিত হবে। এ সময় তিনি তরুণ প্রজন্মকে আধুনিক সমাজ বিনির্মাণে

এগিয়ে আসার আহ্বান জানান। স্পিকার আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের ৬০ বছর পূর্তিতে দুই দিনব্যাপী ‘ঝড়ঁঃয অংরধহ ঝড়পরড়ষড়মু ধহফ ইবুড়হফ’ শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন। স্পিকার বলেন, বিশ্বায়নের এই যুগে সমাজ দ্রুত পরিবর্তিত হচ্ছে।

দক্ষিণ এশিয়া সেই পরিবর্তন থেকে বিচ্ছিন্ন নয়। তথ্যপ্রযুক্তির উন্নয়ন, ক্লাইমেট চেঞ্জ, মার্জিনালাইজেশন অভ্ধসঢ়; পোভার্টি এন্ড ডেভেলপমেন্ট এবং ফেমিনাইজেশন সমাজ পরিবর্তনে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে। তিনি বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে পরিবর্তনশীল পৃথিবীর সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন প্রফেসর নেহাল করিমের,সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি প্রফেসর নাসরিন আহমেদ, প্রখ্যাত সমাজবিজ্ঞানী প্রফেসর কে এ এম সাদউদ্দিন, প্রফেসরঅনুপম সেন এবং প্রফেসর মনিরুল ইসলাম খান বক্তৃতা করেন।