তথ্য অধিকার আইনের আওতায় ৯টি অভিযোগের শুনানি সম্পন্ন
ঢাকা, ৯ বৈশাখ (২২ এপ্রিল) : তথ্য কমিশন বাংলাদেশে আজ তথ্য অধিকার আইনের আওতায় ৯টি অভিযোগের শুনানি সম্পন্ন করা হয়েছে। এর মধ্যে ৭ টি অভিযোগ নিষ্পন্ন করা হয়েছে।
তথ্য কমিশন বাংলাদেশের প্রধান তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক, তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক এবং তথ্য কমিশনার মাসুদা ভাট্টি শুনানি গ্রহণ করেন।
« ফরিদপুরে সেই বাস চালককে গ্রেফতার করেছে র্যাব-১০ (পূর্বের খবর)
(পরের খবর) কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন »