তথ্যপ্রযুক্তি খাতে মার্কিন বিনিয়োগের ওপর জোর দিলেন জুনাইদ আহমেদ পলক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাত অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে মোবাইল ব্যাংকিংসহ অনলাইনভিত্তিক কার্যক্রম উল্লেখযোগ্য হারে বেড়ে চলেছে। দেশের বিশাল জনগোষ্ঠী ইন্টারনেটের সাথে সংযুক্ত। মোবাইল ফোন ব্যবহারে বিশ্বের অন্য দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। প্রতিমন্ত্রী গতকাল ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোর টেকভ্যালিতে অনিবাসী বাংলাদেশি কমিউনিটি (এনআরবি), বিনিয়োগকারী, প্রযুক্তি খাতের সিনিয়র এক্সিকিউটিভ ও উদ্যোক্তা প্রতিষ্ঠান সমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক মতবিনিময়কালে এসব কথা বলেন।
জুনাইদ আহমেদ পলক বলেন, আমাদের অত্যন্ত মেধাবী তরুণ প্রজন্ম রয়েছে। আইটি খাতে প্রতিভাবান কর্মী রয়েছ। তারা নিজেদের মেধা ও প্রযুক্তিকে সমন্বয় করে এগিয়ে যাচ্ছে। নিজস্ব উদ্যোগে কোম্পানি প্রতিষ্ঠা করে কাজ শুরু করেছে। তিনি সহযোগিতায় এগিয়ে আসতে আমেরিকাসহ বিদেশি আইটি প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশ সরকার তথ্যপ্রযুক্তি খাতের বিনিয়োগকারীদের প্রণোদনা প্রদানসহ বিভিন্ন সহায়তা প্রদান করছে। তিনি এ সুযোগ কাজে লাগাতে মার্কিন বিনিয়োগকারীদের বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগে এগিয়ে আসার ওপর জোর দেন।