প্রধান মেনু

তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বাংলাদেশের সফলতা ঈর্ষণীয় — – বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের যুগোপযোগী উদ্যোগ এবং দূরদর্শী সিদ্ধান্তের ফলে বাংলাদেশ তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। বিশ্বব্যাপী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের চাহিদা এবং বাংলাদেশের বাজার বেড়েছে।

তথ্যপ্রযুক্তিতে এ দেশের তরুণ প্রজন্ম উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে, নিজেদের দক্ষতার ও প্রতিভার স্বাক্ষর রেখে চলেছে  আজ ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের গ্রিন ভিউ হলে ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭ ইভেন্টে ‘কৃত্রিম বুদ্ধিমত্তাঃই-গভর্নেন্স বাস্তবায়নে চ্যাটবট’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন রিভ সিস্টেমের প্রধান নির্বাহী কর্মকর্তা আজমত ইকবাল। তিনি কথোপকথন বা চ্যাটভিত্তিক সফটওয়্যার ব্যবহারের সুবিধা ও সম্ভাবনাগুলো তুলে ধরেন। এতে আরো বক্তব্য রাখেন ডেটাসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব জামান, এটুআই এর ব্যবস্থাপক আরফে এলাহী মানিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স বিভাগের অধ্যাপক সাইফউদ্দিন মোঃ তারেক।