ঢাক-১৪ আসনে পোষ্টার ছিঁড়ে ফেলার অভিযোগ
নিজস্ব প্রতিবেদকঃ আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মিরপুরে চলছে প্রচারণা ও প্রস্তুতির আমেজ। আর এই নির্বাচনে অংশ গ্রহন করতে যাচ্ছেন বহুল প্রচারিত দৈনিক বাংলাদেশ ও জাতীয় গোয়েন্দা সংবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক,বিশিষ্ট রাজনীতি বিদ ও সমাজ সেবক এ.কে.এম মতিউর রহমান।
এরই মাঝে তিনি ঢাকা-১৪ আসনের বিভিন্ন এলাকায় ফেস্টুন ব্যানার ও পোষ্টার লাগিয়ে নির্বাচনি প্রচারণার জন্য কাজ করে যাচ্ছেন।পেয়েছেন বেপক সারাও, কিন্তু কে বা কাহারা রাতের অন্ধকারে শুধু মাত্র তার ফেস্টুন ও পোস্টার গুলো কেটে ছিড়ে নষ্ট করছেন বলে অভিযোগ পাওয়া যায়।এ বিষয়ে সম্ভাব প্রার্থী এ.কে.এম মতিউর রহমান কথা বললে তিনি জানান,আমি আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন করতে চাইলে।ঢাকা-১৪ আসন তথা মিরপুরের সর্বস্তরের লোক আমাকে নির্বাচন করার জন্য উৎসাহীত করেন।
আমি মিরপুরের মানুষের উন্নয়নের কথা চিন্তা করে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন করার কথা ভেবে মিরপুর এলাকায় পোস্টার লাগিয়েছি কিন্তু আমি জানিনা কে বা কাহারা আমার এবং বঙ্গবন্ধু ও প্রধান মন্ত্রীর ছবি গুলো রাতের অন্ধ কারে ছিড়ে ফেলছে।
কিন্তু কেন এমন করছে আমি জানিনা। আমি প্রশাসন কে বলবো যারা আমার পোস্টার ছিড়ছে তাদেরকে আইনের আওতায় আনা হোক।
এই পোস্টার ছেড়ার ঘটনা নিয়ে মিরপুরের মানুষ অসন্তোষ প্রকাশ করে বলেন।আমরা আগামী সংসদ সদস্য হিসাবে সত যোগ্য শিক্ষিত লোক হিসাবে এ.কে.এম মতিউর রহমান কে উপ যুক্ত মনে করি এবং আমাদের মিরপুর বাসীর দাবি যারা জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জননেত্রী শেখ হাসিনার ছবি থাকা সত্যও মতিউর রহমানের পোস্টার ছিড়ছেন আমরা তাদের বিচার চাই।