প্রধান মেনু

“ঢাকা শহরে অভিনব কায়দায় চুরি হচ্ছে গাড়িসহ মোটর স্যাইকেল” (ভিডিও সহ)

মিরপুর দারুসসালাম থানা এলাকায় ১ম কলোনি বাসা নং ২২/ ই,হাসমত সাহেবের বাসার সামনে ওয়ার্ড নং ১০ ।এখানে ফাহাদ ফুড নামে আছে একটি বিস্কুট কারখানা সেই কারখানার সিসি ক্যামেরায় ধরাপরে চোর ও তার সহযোগির সচ্ছ ছবি । কোন কিছু বুঝেওঠার আগেই তারা মোটর স্যাইকেল টি নিয়ে চলে যায়। তবে সি সি টিভি ফুটেজের মাধ্যমে পাওয়া ছবি ও ভিডিও ধারা দারুসসালাম থানায় একটি চুরি মামলা হয় ।যাহার নং-৩৭৯/ পেনাল কোড-১৮৬০/ চুরি করার অপরাধ চুরি-০১ টি ১৫০/ সিসি পালসার লাল রংয়ের মোটর স্যাইকেল যাহার রেজিঃনং ঢাকা মেট্রো ল ২৫/৫৪৭৫ মুল্য অনুমান ১.৯০ ০০০ টাকা ।মোটর স্যাইকেল টির মালিক জানান, এতো পরিস্কার ভাবে ভিডিও পাওয়ার পড়ও গত ১৫/১১/১৭ ইং তারিকে দারুসসালাম থানায় মামলা হয় । অদ্ধপর্যন্ত গাড়ি বা চোর গ্রেরেফতার হয়নি ।যদি ভিডিও না থাকতো তাহলে গাড়ি বা চোর তো দুরের কথা মামলা ও হতো না ।ভুক্তভুগি মালিক আরো বলেন আমি এখন অসহায় এবং আইনের প্রতি শ্রদ্ধাশিল তাই দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মামলার সুষ্ঠতদন্ত সহ উর্ধতন কর্মকর্তাদের প্রতি আমার আহবান দুর্তমামলা টি পদখ্যেপ নিয়া গাড়িটি উদ্ধার ও চোরদের সেন্টিকেট সহ গ্রেফতার করুন ।এদাবি ভুক্তোভগি ও এলাকাবাসি।