ঢাকা মহানগরীর উন্নয়ন কার্যক্রম সমন্বয় সংক্রান্ত ১ম সভা
ঢাকা মহানগরীতে বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের সেবা ও উন্নয়ন কার্যক্রম সমন্বয় সংক্রান্ত প্রথম সভা আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। ঢাকা মহানগরীর সেবা সংস্থাগুলোর কাজের সমন্বয়ের সুবিধার্থে প্রধানমন্ত্রীর নির্দেশে গত আগস্ট মাসে এই কমিটি গঠন করা হয়।
সভায় ঢাকা মহানগরীর নাগরিক ভোগান্তির কারণ এবং তা নিরসনের উপায়নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় জানানো হয়, কোন কোন ক্ষেত্রে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের অভাব নাগরিক ভোগান্তির কারণ হিসেবে আর্বিভূত হয়।
এছাড়া যথাযথ পরিকল্পনার অভাব, মানুষের অসচেতনতা এবং দখলদারিত্বের কারণে ভোগান্তি বৃদ্ধি পায়। সভায় বিভিন্ন সংস্থাকে পরস্পরের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে উন্নয়ন কাজ বাস্তবায়নের নির্দেশ প্রদান করা হয়।
এছাড়া গাফিলতির জন্য জরিমানা প্রথা চালুর সুপারিশ করা হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব এবং সংশ্লিষ্ট সংস্থার প্রধানগণ সভায় উপস্থিত ছিলেন।