প্রধান মেনু

ঢাকা পানি সম্মেলন-২০১৭ সংক্রান্ত শেরপা ও ডেল্টা সভা অনুষ্ঠিত

ঢাকা পানি সম্মেলন ২০১৭ এর অংশ হিসেবে দশম শেরপা পানি বিষয়ক উচ্চ পর্যায়ের সভা ‘10th Meeting of Sherpas of the High Level Panel on Water’ আজ হোটেল সোনারগাঁওতে অনুষ্ঠিত হয়। এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ সভার সূচনা করেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহম্মদ খান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব সুরাইয়া বেগম এনডিসি সভায় উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয় সামগ্রিক প্রেক্ষাপটে উন্নয়নশীল দেশগুলোতে খাবার পানি, স্যানিটেশন ও স্বাস্থ্য পরিচর্যার জন্য প্রয়োজনীয় নিরাপদ পানির তীব্র অভাব রয়েছে। এ সমস্যা মোকাবিলায় একটি সমন্বিত রোডম্যাপ প্রণয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়াও ডেল্টা কোয়ালিশন মিনিস্টেরিয়াল কনফারেন্স ও ওয়ার্কিং গ্রুপের তিনটি থিমেটিক সেশনও আজ অনুষ্ঠিত হয়। পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহম্মদ খান ও পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক উক্ত সেশনসমূহে সভাপতিত্ব করেন।

তিনটি পৃথক সেশনে ডেল্টা ম্যানেজমেন্ট বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। জলবায়ু পরিবর্তনজনিত কারণে বিশ্বের বিভিন্ন দেশ সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধির কারণে কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তা তুলে ধরা হয়। এতে শুধু পরিবেশ নয়, বেশকিছু অনুন্নত দেশ মারাত্মক দারিদ্র্য, ক্ষুধা ও অপুষ্টির শিকার হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়ে সেশনসমূহে আলোকপাত করা হয়।

তিনদিনের এ আন্তর্জাতিক সম্মেলন আগামী ৩০ জুলাই ঢাকা ঘোষণার মাধ্যমে শেষ হবে।