ঢাকা ঘোষণাপত্র গৃহীত

ডেলটা কোয়ালিশন মিনিস্টিরিয়াল কনফারেন্সে ঢাকা ঘোষণাপত্র গৃহীত হয়েছে।
আজ রাজধানীর এক হোটেলে তিনদিনব্যাপী ঢাকা পানি সম্মেলন, ডেল্টা কোয়ালিশন মিনিস্টিরিয়াল কনফারেন্স এবং শেরপা অভ্ হাই লেভেল প্যানেল অন ওয়াটার শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের দি¦তীয় দিনে এ ঘোষণাপত্র গৃহীত হয়।
এই ডিকলারেশনে ঢাকা ডিকলারেশন, রিপোর্ট অন ডেল্টা কোয়ালিশন অর্গানাইজেশনাল সেশন ও টার্মস অভ্ রেফারেন্স অভ্ ডেল্টা কোয়ালিশন এবং অ্যাকশন প্লান ২০১৭-২০২১ অন্তর্ভুক্ত হয়েছে।
গতকাল চারটি থিমেটিক সেশনে বাংলাদেশ, জাপান এবং মায়ানমারের ডেলিগেটগণ পেপার প্রেজেন্ট করেন। এই সেশনগুলোতে কোয়ালিশনের টার্মস অভ্ রেফারেন্স, নতুন সদস্য অন্তর্ভুক্তি, অবজার্ভার, ডেল্টার আয়তন, চেয়ারম্যান নির্বাচন, এর মেয়াদ, সচিবালয় স্থাপন, অ্যাকশন প্লান ও ঢাকা ডিকলারেশন নিয়ে আলোচনা হয়।
মিনিস্টিরিয়াল কনফারেন্সে ১২টি ডেলটা সদস্যরাষ্ট্রের মধ্যে বাংলাদেশসহ আটটি সদস্য রাষ্ট্র জাপান, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম, মিশর, মোজাম্বিক এবং নেদারল্যান্ডের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। ডেলিগেটদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মিশর ও ফিলিপাইনের মন্ত্রীদ্বয়।
পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের সঞ্চালনায় কনফারেন্সে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পানিসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম, পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডা. জাফর আহমদ খান এবং পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক।
কনফারেন্স শেষে পানিসম্পদমন্ত্রী সাংবাদিকদের ব্রিফ করেন। এ সময় এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব সুরাইয়া বেগম ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমদ খান উপস্থিত ছিলেন।