ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক নেতা আলমগীর হোসেন আওয়ামী লীগ কেন্দ্রীয় সাংস্কৃতিক উপকমিটির সদস্য নির্বাচিত
ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক নেতা চাঁদপুরের আলমগীর হোসেন আওয়ামী লীগ কেন্দ্রীয় সাংস্কৃতিক উপকমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।ঢাকা কলেজ
ছাত্রলীগের সাবেক নেতা, চাঁদপুরের ৫নং রামপুরের সন্তান মোঃ আলমগীর হোসেন দীর্ঘদিন রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার ধারাবাহিকতায় বাংলাদেশের সর্ববহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক উপ-কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।আলমগীর হোসেনকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক উপ-কমিটির সদস্য নির্বাচিত করায় তিনি আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদকও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার একান্ত সহকারী বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড.আব্দুস সোবহান গোলাপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক এবং দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার কর্মী হিসেবে ছিলাম, আছি এবং থাকবো। জানা গেছে, ইউনিয়ন থেকে রাজনীতি শুরু করেন আলমগীর হোসেন। ২০০৩ সালে ৫নং রামপুর ইউনিয়ন ছাত্রলীগের পাঠাগার সম্পাদক ছিলেন।এরপর ২০০৪-০৫ সেশনে ঢাকা কলেজে ভর্তি হয়ে ছাত্রলীগের রাজনীতিতে আরও সক্রিয় হয়ে আওয়ামী লীগের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে ছাত্রলীগের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তীতে ২০১০ সালে ঢাকা কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত হন।