প্রধান মেনু

ঢাকার বাইরেও নাট্যচর্চা ছড়িয়ে দিতে হবে — সংস্কৃতি প্রতিমন্ত্রী

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, ঢাকার বাইরেও নাট্যচর্চা ছড়িয়ে দিতে হবে। নাট্যতীর্থ আয়োজিত ‘শতরজনী নাট্যমেলা’ শীর্ষক নাট্যোৎসবে ঢাকার পাশাপাশি ঢাকার বাইরের দুইটি নাট্যদল (চট্টগ্রামের নান্দিকার ও কক্সবাজার থিয়েটার) অংশগ্রহণ করছে যা উৎসবের অন্যতম বৈশিষ্ট্য। এ ধরনের উদ্যোগ ঢাকার বাইরে নাট্যচর্চার প্রসারে বিশেষ ভূমিকা রাখবে বলে মন্ত্রী মনে করেন। প্রতিমন্ত্রী আজ রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে নাট্যতীর্থ আয়োজিত পাঁচ দিনব্যাপী ‘শতরজনী নাট্যমেলা’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

নাট্যমেলা তথা নাট্যোৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ঋত্বিক নাট্যজন লিয়াকত আলী লাকী। প্রতিমন্ত্রী বলেন, এ নাট্যোৎসবের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, উৎসবে মঞ্চায়িত হতে যাওয়া প্রতিটি নাটকের শততম মঞ্চায়ন। এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগে পৃষ্ঠপোষকতা প্রদান করতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সবসময় আগ্রহী। নাট্যতীর্থ-এর দলীয় প্রধান তপন হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল বায়েজীদ এবারের নাট্যোৎসবের স্লোগান তথা প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘শতকে বিদ্যমান সহস্রে আহ্বান’।