প্রধান মেনু

ঢাকাকে উন্নত দেশের রাজধানী হিসেবে গড়ে তোলা হবে – এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ঢাকাকে ২০২১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশের রাজধানী এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের রাজধানী হিসেবে ধারাবাহিকভাবে গড়ে তোলা হবে।
মন্ত্রী আজ রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ আয়োজিত ‘ওয়ার্ল্ড ব্যাংক মিটিং অন টোয়ার্ডস্ গ্রেট ঢাকা’ শীর্ষক সভার উদ্বোধন সেশনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রশাসনিক ও রাজনৈতিক গুরুত্ব ছাড়াও ঢাকার অন্যান্য প্রধান ভূমিকা রয়েছে। কর্মসংস্থান, বৈদেশিক বিনিয়োগ, শিক্ষা, চিকিৎসাসহ অর্থনৈতিক ও সামাজিক অনেক বিষয়ে ঢাকার কর্মকা- সারাদেশে প্রতিফলিত হয়। তিনি বলেন, ঢাকায় জনসংখ্য খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে, ২০৩০ সালের মধ্যে ঢাকার জনসংখ্যা ৩ কোটি অতিক্রম করবে। সামনে এ মহানগরীর জন্য বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ভবিষ্যৎ প্রয়োজন মেটাতে সরকার সব সেবা সংস্থাগুলোকে ঢেলে সাজানোর পরিকল্পনা হাতে নিয়েছে।
এছাড়া মন্ত্রী ঢাকার যোগাযোগ ব্যবস্থা আধুনিক ও সহজ করতে ঢাকার চারপাশের নদীসমূহের মাধ্যমে একটি সার্কুলার নৌ-পথের কথাও বলেন। মন্ত্রী ঢাকার চারপাশের নদীসমূহকে দূষণমুক্ত ও দখলমুক্ত করে নাব্যতা ফিরিয়ে আনতে তার সভাপতিত্বে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি কাজ করছে বলে জানান। এছাড়া ঢাকা শহরে পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশনের জন্য মাস্টার প্ল্যান প্রণয়ন করে তা বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আরো বলেন, ঢাকা শহর মাত্র ২০ শতাংশ পয়ঃনিষ্কাশনের আওতায় এসেছে। ভবিষ্যতে শতভাগ পয়ঃনিষ্কাশনের আওতায় আনতে মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। তিনি এ সময় ঢাকা ওয়াসা কর্তৃক বাস্তবায়নাধীন ৫টি পয়ঃনিষ্কাশন পরিশোধন প্ল্যান্টের কথা উল্লেখ করেন। ঢাকা শহরের পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় তার মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে বলে জানান।
মন্ত্রী ঢাকার সাম্প্রতিক জলজট দূরীকরণে তার শক্ত অবস্থানের কথা উল্লেখ করে বলেন, স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে এ সমস্যা থেকে ঢাকাকে মুক্ত করা হবে এবং ঢাকার ড্রেনেজ ব্যবস্থাপনার দায়িত্ব সিটি কর্পোরেশনের হাতে ন্যাস্ত হবে।
সভায় বিশ্বব্যাংকের ঢাকাস্থ কান্ট্রি ডিরেক্টর ছরসরধড় ঋধহ, বিশ^ব্যাংকের দক্ষিণ এশিয় প্রধান অর্থনীতিবিদ গধৎঃরহ জধসধ সহ সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।