প্রধান মেনু

ডেপুটি স্পিকার বইমেলায় বইয়ের মোড়ক উন্মোচন করেছেন

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া আজ ঢাকায় বাংলা একাডেমি প্রাঙ্গণে একুশে বই মেলায় কবি শাহ্ মোঃ আহসান মঞ্জুর রচিত ‘হে নবীন’, অমিতাভ দাশ হিমুন রচিত ‘পরম্পরার চোখ’ এবং মোঃ জাকারিয়া রহমান জামিল রচিত ‘অনুভুতির খেলা’ শীর্ষক কবিতার বইসহ বেশ কয়েকটি বইয়ের মোড়ক উন্মোচন করেন।
এসময় ডেপুটি স্পিকার বলেন, লেখনীর মধ্য দিয়ে একজন মানুষের সৃজনশীল মননের বিকাশ ঘটে। কবিতা মানুষের মনকে পরিচ্ছন্ন আনন্দ দেয়। এসময় তিনি বর্তমান প্রজন্মকে আরো বেশি বই পড়ার উপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, একজন বইপ্রেমী মানুষ কখনোই মাদকাসক্ত হয় না, জঙ্গি বা সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় না। এমনকি কোন ধরনের কুসংস্কারের বেড়াজালে নিজেকে আড়ষ্ট করে না। এসময় তিনি বর্তমান প্রজন্মকে বইমুখী করতে সুস্থ ও মুক্তচিন্তার বিকশে সহায়ক বই আরো বেশি করে লেখার জন্য লেখকদের প্রতি আহ্বান জানান।