প্রধান মেনু

ডিসি সম্মেলনে স¦াস্থ্যমন্ত্রী স্বাস্থ্য খাতসহ সব খাতের উন্নয়ন মানুষের কাছে তুলে ধরতে হবে

দেশের স্বাস্থ্য খাতসহ সব খাতের উন্নয়ন মানুষের কাছে তুলে ধরতে ডিসিদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী মোহাম্মদ নাসিম।

তিনি আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে জেলা প্রশাসক সম্মেলন-২০১৭ তে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, দেশের স্বাস্থ্যখাতে অনেক উন্নয়ন হয়েছে। দেশে মেডিকেল বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মান করা হয়েছে। এই গুলো উন্নয়নের কথা জনগনকে জানাতে হবে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব (স্বাস্থ্য সেবা) সিরাজুল হক খান এবং সচিব (চিকিৎসা শিক্ষা ও পরিবার কল্যাণ) সিরাজুল ইসলাম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন।

সম্মেলনে প্রশাসকরা জেলা পর্যায়ে চিকিৎসকসহ বিভিন্ন সংকটের কথা মন্ত্রীকে জানালে শিগগিরি ১০ হাজার ডাক্তার নিয়োগ করা হবে বলে তাদের জানান। পাশাপাশি অন্যান্য যেসব সমস্যা রয়েছে সেগুলোর সমাধান করা হবে বলেন তাদের নিশ্চিত করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের যেকোন ধরনের পরিস্থিতিতে জেলা প্রশাসকদের গুরত্বপূর্ণ ভুমিকা পালন করতে হয় যাতে পরিস্থিতি নিয়ন্ত্রনে থাকে। তারা তাদের দায়িত্ব সঠিক ভাবে পালন করেন সে বিষয়ে তাদের পরামর্শ দেয়া হয়েছে।

ডিসি সম্মেলনে চিকুনগুনিয়া নিয়ে কোন দিকনির্দেশনা দেয়া হয়েছে কিনা জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ বিষয়ে কোন আলোচনা সেখানে হয়নি। তাছাড়া ঢাকার বাইরে কোথাও চিকুনগুনিয়ার কোন সমস্যা নেই।