ডিসি সম্মেলনে তথ্যমন্ত্রী তথ্যের অবাধ প্রবাহ সময়ের দাবি
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জেলা প্রশাসকদের নিজ নিজ দপ্তরকেই অবাধ তথ্যপ্রবাহের উদাহরণ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এ বছরের জেলা প্রশাসক সম্মেলনে তথ্যমন্ত্রী তাঁর বক্তব্যে এ আহ্বান জানান। তথ্যসচিব মরতুজা আহমদ, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান, বিভাগীয় কমিশনারবৃন্দসহ সকল জেলা প্রশাসক এসময় উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী জেলা প্রশাসনের দায়িত্বকে জনগণের সবচেয়ে কাছে থেকে তাদের সেবাদানের অন্যতম সর্বোত্তম সুযোগ বলে অভিহিত করে জেলা প্রশাসকদের অভিনন্দন জানান। তিনি বলেন, ‘সংবিধান ও সুশাসনের প্রকৃষ্ট ধারক হিসেবে সংবিধানের মর্মবাণী জনগণের মধ্যে ছড়িয়ে দেয়া, বৈষম্যহীন উন্নয়ন পরিকল্পনা, সকল উন্নয়ন কাজে জনগণের অংশগ্রহণকে স্বতস্ফূর্ত করা, সহকর্মীদের জনকল্যাণে উৎসাহ দেয়া ও সর্বোপরি নিজ দপ্তরকেই অবাধ তথ্যপ্রবাহের উদাহরণ হিসেবে গড়ে তোলার দায়িত্ব পালনে জেলা প্রশাসকদের একনিষ্ঠ হওয়া একান্ত জরুরি। মনে রাখতে হবে তথ্যের অবাধ প্রবাহ এখন সময়ের দাবি।’
কালের যাত্রায় বাংলাদেশ এখন ফেরত যাত্রার প্রেক্ষাপটে রয়েছে বর্ণনা করে ইনু বলেন, ‘পঁচাত্তরের পর যে অন্ধকারে দেশ ডুবে গিয়েছিল, সেই সাম্প্রদায়িক-সামরিক-বিচারহীনতার শাসনের গহ্বর থেকে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে টেনে তোলার ফেরত যাত্রায় দেশ এখন মোকাবিলা করছে জঙ্গি সমস্যা, আনছে বৈষম্যহীন উন্নয়ন ও হাঁটছে সুশাসনের পথে।’
ফেরতযাত্রার পথে উপনিবেশ, সামরিক শাসন ও সাম্প্রদায়িকতার রেখে যাওয়া জঞ্জাল পরিষ্কার করা, আইনের শাসন প্রতিষ্ঠা, পরিবেশের অভিঘাত মোকাবিলা, বৈষম্যমুক্ত সমৃদ্ধি অর্জন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি করায়ত্ত করা এবং বিশ্বায়ন ও আঞ্চলিকায়নের সঙ্গে খাপ খাওয়ানোর ছ’টা প্রধান চ্যালেঞ্জ দেশকে মোকাবিলা করতে হচ্ছে, বলেন মন্ত্রী।
এই ছয় চ্যালেঞ্জ মোকাবিলায় সাংবিধান, গণতান্ত্রিক ও জাতীয় মূল্যবোধ, আইনের শাসন, ইতিহাস- ঐতিহ্য ও দেশপ্রেম সমুন্নত রেখে সুশাসনের ওপর সবচেয়ে বেশি গুরুত্বারোপ করে তিনি বলেন, সুশাসন প্রতিষ্ঠায় স্বচ্ছতা, নৈতিকতা, জবাবদিহিতা, সম্পদের সুষম বণ্টন এবং জনগণের সম্মতি ও সন্তুষ্টি অর্জনের কোনো বিকল্প নেই।