প্রধান মেনু

ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়ন করে শেখ হাসিনা জাতিকে সুপ্রতিষ্ঠিত করেছেন—-ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

ঢাকা, ১ ভাদ্র (১৬ আগস্ট): ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বঙ্গবন্ধু স্বাধীন রাষ্ট্র দিয়েছেন। শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়ন করে জাতিকে সুপ্রতিষ্ঠিত করেছেন। স্মার্ট বাংলাদেশ স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে বঙ্গবন্ধুর লালিত স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার সংগ্রাম তিনি শুরু করেছেন। স্মার্ট বাংলাদেশের কারিগর হচ্ছে নতুন প্রজন্ম। নতুন প্রজন্মকে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার উপযোগী মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে সরকার সম্ভাব্য সব কিছু করতে বদ্ধপরিকর বলে মন্ত্রী উল্লেখ করেন।

মন্ত্রী আজ ঢাকায় জিপিও মিলনায়তনে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রচনা ও ভিডিও প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামানের সভাপতিত্বে বিটিআরসি’র চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব আমিনুল ইসলাম, মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস লাইসেন্সিং কর্তৃপক্ষের প্রধান ড. মোঃ মহিউদ্দিন, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আজম আলী, বিটিসিএল এর ডিএমডি সঞ্জিব ঘটক এবং প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী আনিতা নাসরিন, সুমাইয়া আক্তার এবং সামিনা আক্তার বক্তৃতা করেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী  মা, মাতৃভূমি এবং মাতৃভাষার সাথে কোন আপস না করতে রচনা ও ভিডিও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরামর্শ ব্যক্ত করে বলেন, তোমাদের দৃষ্টিভঙ্গি আগামীর সোনার বাংলা প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। তিনি বলেন, জ্ঞানার্জনের বিষয় এখন আর কাগজের বইয়ে সীমিত নাই। ডিজিটাল সংযুক্তি ও ডিজিটাল প্রযুক্তি এখন পৃথিবীর সেরা লাইব্রেরি। অনলাইনে জ্ঞানার্জনে শিক্ষার্থীদের সহায়তার অংশ হিসেবে আমরা ৫৮৭টি শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাই, দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ডিজিটাল শিক্ষা বিস্তারে ৬৫০টি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কক্ষ এবং পার্বত্য চট্রগ্রামের ২৮টি পাড়া কেন্দ্র ডিজিটাল শিক্ষা কেন্দ্র হিসেবে গড়ে তুলেছি। আরও ১০০০টি প্রাথমিক বিদ্যালয়ের আওতায় আনার বিষয়টি প্রক্রিয়াধীন আছে। ‍তিনি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন বিটিসিএল ও ডাক অধিদপ্তর পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ওয়াই ফাই জোন স্থাপনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। মন্ত্রী বলেন, আমাদের নতুন লক্ষ্য স্মার্ট বাংলাদেশ গড়ার। ‘স্মার্ট বাংলাদেশ হচ্ছে বঙ্গবন্ধুর সুখী-সমৃদ্ধ স্বপ্নের ‘সোনার বাংলাদেশ’ গড়ার  চূড়ান্ত পদক্ষেপ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্ব ছাড়া স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব নয়।

পরে মন্ত্রী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।