প্রধান মেনু

ডিএনসিসি কাঁচাবাজারে ২১১ দোকান মালিকের প্রত্যেককে ১০ হাজার করে টাকা প্রদান করা হবে — ত্রাণ প্রতিমন্ত্রী

ঢাকা, ১৬ চৈত্র (৩০ মার্চ) : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান বলেছেন, ডিএনসিসি মার্কেট সংলগ্ন কাঁচাবাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ২১১ দোকান মালিকের প্রত্যেককে ১০ হাজার টাকা করে প্রদান করা হবে।

এছাড়াও কাঁচাবাজারের দোকানসমূহের কর্মচারীদের প্রত্যেককে ২০ কেজি করে চাল প্রদান করা হবে। প্রতিমন্ত্রী আজ ঢাকায় গুলশানে ডিএনসিসি মার্কেট সংলগ্ন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত কাঁচাবাজার পরিদর্শনকালে এ ঘোষণা দেন। এ সময় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ শাহ্ কামাল উপস্থিত ছিলেন।