ট্রেন ভ্রমণে জাতীয় পরিচয়পত্র প্রদর্শন বাধ্যতামূলক নয়

ঢাকা, ৫ ভাদ্র (২০ আগস্ট): যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে বাধ্যতামূলক জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করার শর্ত শিথিল করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ বিজ্ঞপ্তির মাধ্যমে রেলপথ মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। এক আইডি কার্ডে পরিবারের সর্বোচ্চ ৪জন সদস্যের টিকিট ক্রয় ও ট্রেনে ভ্রমণ করা যাবে বলে মন্ত্রণালয় জানিয়েছে।
গত ১৩ আগস্ট বাংলাদেশ রেলওয়েতে ভ্রমণকারী যাত্রীসাধারণের ভ্রমণের সময় জাতীয় পরিচয়পত্রসহ ভ্রমণের কথা বলা হলেও নতুন এই সিদ্ধান্তের মাধ্যমে রেলওয়ে কর্তৃপক্ষ তা শিথিল করলো।
« ২১ আগস্ট উপলক্ষে রাষ্ট্রপতির বাণী (পূর্বের খবর)
(পরের খবর) ঝিনাইদহে পাট চাষে লোকসানে চাষী »