ট্রাক- ভ্যানের সংঘর্সে দুই জনের প্রাণ হানি
নিজস্ব প্রতিনিধিঃ কুষ্টিয়া- মেহেরপুর সড়কের ভাঙ্গা বটতলা নামক স্থানে শুক্রবার বিকাল আনুঃ ৪ টার সময় খড়িবোঝাই ট্রাক ও মৎস স্বীকারীদের ভ্যানের সাথে সংঘর্সে ২ জন নিহ হয়েছে। এ সংবাদ পেয়ে তাৎক্ষনিক ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল পৌছেছেন।
নিহদের বাড়ি মিরপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড নওপাড়ার দুল্লাহ মল্লিকের পুত্র ২সন্তানের জনক কারিবুল (৪০) এবং পৌরসভার ৯ নং ওয়ার্ড খন্দকবাড়িয়া মহল্লার লাল মহাম্মদ’র পুত্র ৩ সন্তানের জনক মুন্নাফ(৪৪)। ঘাতক ট্রাকের নাম্বার খুলনা-ট-৬৩৪। ভাইভার হেলফার পলাতক রয়েছে। উল্লেখ্য মিরপুর পৌরসভার প্যানেল মেয়র কলি উদ্দিনের ভাই কারিবুল। বর্তমানে লাশ স্ব-স্ব- বাড়িতে নিয়ে গেছে।
« গলায় ফাঁস দিয়ে কৃষকের আত্মহত্যা (পূর্বের খবর)